kalerkantho


নড়াইলের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ সাহা আর নেই

নড়াইল প্রতিনিধি   

১৫ মার্চ, ২০১৭ ১৮:৫৫নড়াইলের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ সাহা আর নেই

নড়াইল-০১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ সাহা আজ বুধবার দুপুর দেড়টায় কালিয়ার কাঞ্চনপুরে নিজ বাড়িতে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ডায়াবেটিক সহ বার্ধক্যজনীত রোগে ভূগছিলেন।

বিপত্নীক এই প্রবীণ সাংসদ, ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নড়াইল জেলায় শোকের আবহ বিরাজ করছে।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও গুনীজন শোক জানিয়েছেন। পরপর ৩ বারের নির্বাচিত এই সংসদ সদস্য ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীকে এবং ২০০১ সালে বি এনপির দলীয় প্রতীকে নির্বাচিত হন। 

২০০১ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে পরে বি এনপি থেকে মনোনয়ন পান এবং আওয়ামী লীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে হেরে যান, পরে উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।মন্তব্য