kalerkantho


ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি   

১৫ মার্চ, ২০১৭ ১৭:০২ ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় আজ বুধবার দুপুরে পানিতে ডুবে মরিয়ম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  সে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামের আলমগীরের মেয়ে।

মরিয়মের মামা মো. জুয়েল জানান, তার ভাগ্নি বুধবার দুপুরে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামের নিজ বাড়ির সামনে সহপাঠী শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় সে বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দুপুর ১টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।   

 মন্তব্য