kalerkantho


রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল ছাত্রের

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৭ ০০:৪০রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল ছাত্রের

আবারো সড়ক দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ। এবার রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বাসের চাকায় পৃষ্ট হয়ে সম্রাট হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মোহনপুর গ্রামের আবদুল আলিমের ছেলে সম্রাট হোসেন ও শিবপুর গ্রামের হামিদ আলীর ছেলে শফিকুল ইসলাম সাইকেলযোগে কেশরহাট টেকনিক্যাল কলেজে যাচ্ছিল। এ সময় শাপলা গ্রাম উন্নয়ন এনজি'র সামনে নওগাঁগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে সম্রাট ঘটনাস্থলে মারা যায়। পারিবারিকভাবে জানা গেছে, নিহত সম্রাট হোসেন ও আহত শফিকুল এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
 
মোহনপুর থানার ওসি এস এস মাসুদ পারভেজ জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।মন্তব্য