kalerkantho


ভোলাহাটে দুই পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

১৪ মার্চ, ২০১৭ ২৩:৫৩ভোলাহাটে দুই পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুটি পরিবারে বাড়িতে কে বা কারা আগুন দিলে পাঁচটি ঘর ভষ্মীভূত হয়ে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধীক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে কে বা কারা পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা মুসলিমপুর আশ্রয়ণ প্রকল্পের মৃতঃ আবুল কালাম আজাদের দুই ছেলে শাহিন রেজা ও সেলিম রেজার বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা দেখে এক পর্যায়ে স্থানীয় লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। 

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২ ঘন্টা সময় লাগে স্থানীয়দের। ততক্ষণে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতির শিকার হন বলে জানান ক্ষতিগ্রস্থরা।মন্তব্য