kalerkantho


রংপুরে নদীর জন্য করণীয় শীর্ষক আলোচনাসভা

রংপুর অফিস   

১৪ মার্চ, ২০১৭ ২১:২৯রংপুরে নদীর জন্য করণীয় শীর্ষক আলোচনাসভা

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে রিভারাইন পিপল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার দু'দিনের কর্মসূচির শেষ দিনে আজ মঙ্গলবার ‘নদীর জন্য তোমার করণীয়’ শীর্ষক আলোচনা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বেলা তিনটায় হেয়াৎ মামুদ ভবনের দ্বিতীয় তলার গ্যালারি কক্ষে রিভারাইন পিপল এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে আলোচনা করেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক উমর ফারুক, গণিত বিভাগের শিক্ষক ড. রুহুল আমিন, শিক্ষার্থী শাহজাহান আলী, আলমগীর হেসেন, ওজলেফা খাতুন প্রমুখ। 

আলোচনাসভায় বক্তরা নদী মাতৃক বাংলাদেশকে বাঁচাতে সকলেরই সমান অংশগ্রহণের ওপর জোর দেন। রাষ্ট্রের যারা যে পর্যায়ে আছেন তারা সেই পর্যায় থেকে যদি নদী বাঁচাতে উদ্যোগী তাহলে আবার সকল নদীতে পানির প্রবাহ নেমে আসবে বলে তারা উল্লেখ করেন। আলোচনা অনুষ্ঠান শেষে তারা ঘাঘট নদীর পারে গিয়ে নদী রক্ষায় শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করেন ড. তুহিন ওয়াদুদ।মন্তব্য