kalerkantho


এমপি ডা. রুস্তুম আলী ফরাজি ও জনতার মুখোমুখি সংলাপ

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

১৪ মার্চ, ২০১৭ ২০:৩৬এমপি ডা. রুস্তুম আলী ফরাজি ও জনতার  মুখোমুখি সংলাপ

পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি জনতার মুখোমুখি সংলাপে অংশ নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের উদ্যোগে এ জনতার মুখোমখী সংলাপ অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধিদের জনগনের কাছে জবাবদিহিতা নিশ্চিত করণ ও স্বচ্ছ রাজনীতির স্বার্থে জনতার মুখোমুখী সংলাপের আয়োজন করা হয়।  

এ সংলাপ অনুষ্ঠানে এমপি ডা. ফরাজি তাঁর সংসদ সদস্য থাকাকালীন গত তিনবছরের গৃহিত উন্নয়ন কর্মকাণ্ডসহ ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন। সংলাপে তিনি উপস্থিত জনতার স্থানীয় উন্নয়ন, অব্যবস্থাপনা ও নানা সমস্যা সংকটের বিষয়ে বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন।

ডা. রুস্তুম আলী ফরাজি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ আলম আল মারুফের সভাপত্বি সংলাপ সমাবেশে আরও বক্তব্য দেন মাদ্রাসা শিক্ষক মাওলানা ফারুক আহম্মেদ, সুলতান হোসেন জমাদ্দার আবু সাইদ মোল্লা, সুবেদর আব্দুল গণি, যুব নেতা শওকাতুল আলম মিল্টন ও মাওলানা মো. ওবায়দুল্লাহ প্রমূখ। মন্তব্য