kalerkantho


ময়মনসিংহে ইট ভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, একজনের জেল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

১৪ মার্চ, ২০১৭ ২০:১৬ময়মনসিংহে ইট ভাটাকে ৫ লাখ টাকা জরিমানা, একজনের জেল

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তিন গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইটাভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে। এ ছাড়াও এক ইটভাটায় একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। 

আজ মঙ্গলবার মুক্তাগাছা উপজেলার বিরাশি, বারকাহনিয়া ও বৈশাদিয়া গ্রামে অবস্থিত ইটা ভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় কৃষি জমিতে ভাটা স্থাপন, লাইসেন্স না থাকা, সনাতন পদ্ধতিতে ইট তৈরি, ব্যাপক হারে লাকড়ী ব্যবহার ইত্যাদি অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই এক ইট ভাটায় একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বারকাহনিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা এ অভিযানের নেতৃত্ব দেন। মন্তব্য