kalerkantho


জয়পুরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি   

১৪ মার্চ, ২০১৭ ২০:০৫জয়পুরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামে আজ মঙ্গলবার বিকেলে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। নিহত শিশুরা খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

গ্রামবাসী সুত্রে জানা যায়, আমিড়া মণ্ডলপাড়া গ্রামের মিলন হোসেনের শিশু কন্যা মিনহা আখতার (২) ও গ্রামের মসজিদের ঈমাম মওলানা ইউছুফ আলীর মেয়ে বুশরা আখতার (৩) খেলতে গিয়ে আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্থাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

স্থানীয় মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে মসজিদের পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।মন্তব্য