kalerkantho


পল্লীকবি জসীমউদ্‌দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৪ মার্চ, ২০১৭ ১৬:৩১পল্লীকবি জসীমউদ্‌দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরে নানা আয়োজনে আজ মঙ্গলবার পল্লীকবি জসীমউদ্‌দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে সকালে শহরতলির গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়ির আঙিনায় কবির কবরে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

পরে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক এম এ সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তফা কামাল, কবিপুত্র ড. জামাল আনোয়ার, মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ, আবু সুফিয়ান চৌধুরী কুশল প্রমুখ।

বক্তারা বলেন, বাংলা সাহিত্যের পল্লীকবি জসীমউদ্‌দীনের ছিলেন মাটি ও মানুষের কবি। তাঁর মতো আর কেউ গ্রামবাংলার অপার সৌন্দর্য ও মানুষের সুখ-দুঃখের কথা সহজ-সরল ভাষায় লেখেননি। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মন্তব্য