kalerkantho


ফরিদপুরে সিপিবি’র মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৩ মার্চ, ২০১৭ ২৩:২৬ফরিদপুরে সিপিবি’র মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও জ্বালানী তেলের দাম কমানোর দাবিতে ফরিদপুরে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা। আজ সোমবার বিকেলে শহরের জনতা ব্যাঙ্কের মোড়ে এ মানবন্ধন কর্মসূচি পালন করেন সিপিবি’র নেতাকর্মীরা। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, আবুল কালাম আজাদ, মান্নান ফকির, আতাউর রহমান কালু, অরুণ কুমার শীল প্রমুখ।

বক্তারা গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও জ্বালানী তেলে দাম কমানোর দাবি জানিয়ে বলেন, এ মূল্য বৃদ্ধিতে  মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশ্ব বাজারে যখন জ্বালানী তেলে দাম কমছে। তখন কোনো যুক্তিতেই দাম বাড়ানো ঠিক হয়নি। কারণ এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে মানুষের ভোগান্তি বাড়বে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মন্তব্য