kalerkantho


মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন সভা

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৭ ১৮:৫৯মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন সভা

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের ঝড়েপড়ারোধ, কর্মরত শিক্ষকদের অনিয়ম বন্ধ, সরকারী বরাদ্দের সঠিক ব্যবহার, অবকাঠামো সমস্যা, বিধি বর্হিভুত ডেপুটেশন প্রথা বাতিল ও বিদ্যালয়ে শূণ্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
 
স্থানীয় সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী সভায় প্রধান অতিথি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনের সভপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, আওয়ামী লীগ নেতা আরিফ-উল-হক, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।মন্তব্য