kalerkantho


ভূঞাপুরে মাদক ও জুয়া প্রতিরোধে বিক্ষোভ-সমাবেশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি   

১২ মার্চ, ২০১৭ ১৭:৫৮ভূঞাপুরে মাদক ও জুয়া প্রতিরোধে বিক্ষোভ-সমাবেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে আজ রবিবার দুপুরে মাদক ও জুয়া প্রতিরোধে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। লোকের পাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি লোকের পাড়া ফাযিল মাদরাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে কাগমারি পাড়া বাজার ও ভূঞাপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

এতে মাদক ও জুয়া নির্মূলের প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো:আজহারুল ইসলাম, বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আ: বারী তালুকদার, লোকের পাড়া মাদক ও জুয়া প্রতিরোধ আঞ্চলিক কমিটির উপদেষ্ঠা রকিবুল ইসলাম ভূঞা, সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন খান কাপাশ, ,সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আ: রশিদ তালুকদার,যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম তারা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো: ইব্রাহীম ভূইয়া, সংগঠনের সদস্য ইমরান হোসেন তালুকদার ও জাকারিয়া খান। 

বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতাসহ প্রায় ৫ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।মন্তব্য