kalerkantho


ফেনীতে নাট্যবিষয়ক সেমিনার

ফেনী প্রতিনিধি   

১২ মার্চ, ২০১৭ ১৫:১৮ফেনীতে নাট্যবিষয়ক সেমিনার

ফেনী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আজ রবিবার সকালে নাট্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা করেন কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ুধের নির্দেশক দানি কর্মকার। উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, কবি মনজুর তাজিম, সাংবাদিক ও নাট্য সংগঠক আসাদুজ্জামান দারা, মিরান উদ্দিন আলফা। এতে স্থানীয় নাট্যকর্মীরা অংশ নেন। 

এর আগে গতকাল শনিবার রাতে রবীন্দ্র নাট্যায়ুধের 'ছৌ ম্যাকবেথ' নাটকটি শিল্পকলা মঞ্চে মঞ্চস্থ হয়। দানি কর্মকার নির্দেশিত নাটকে দানি ছাড়াও অভিনয় করেন সঙ্গীত জানা। আলোক প্রক্ষেপণে ছিলেন সুবল কর্মকার।মন্তব্য