kalerkantho


সুনামগঞ্জে ভারতীয় মদ আটক করেছে বিজিবি

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৭ ০১:৫৭সুনামগঞ্জে ভারতীয় মদ আটক করেছে বিজিবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকায় বিপুল পরিমানে ভারতীয় মদ আটক করেছে বিজিবি।

জানা গেছে, লাউড়েরগড় সীমান্ত ফাড়ির নায়েব সুবেদার নুরুল ইসলাম নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬টায় সীমান্তের ডালারপাড় গ্রামে এক অভিযান চালিয়ে ৩৩২ বোতল ভারতীয় বিয়ার ও বিভিন্ন প্রকার দামি কোম্পানির মদ আটক করে। যার মূল্য ৪ লক্ষ ৭১ হাজার ৪’শ ৫০ টাকা।

২৮ বিজিবি অধিনায় লে. কর্নেল মোঃ নাসির এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সক্রিয় ভুমিকা রেখেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।মন্তব্য