kalerkantho


শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষয়ক্ষতি

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ    

১১ মার্চ, ২০১৭ ১৮:৪২শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষয়ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি তরকারীপাড়া গ্রামে গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে সাতটি বাড়ি ভষ্মীভূতসহ ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বোগলাউড়ি তরকারীপাড়া গ্রামের একরামুল হকের বাড়ি থেকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। 

এই অগ্নিকাণ্ডে মৃত আনেস আলীর ছেলে কালু মিয়া, একরামুল হক, রফিকুল ইসলাম, মোজাম্মেল হক ও ফজলুল হকের বাড়িসহ ৭টি পরিবারের বাড়ি-ঘর পুড়ে যায়।

এ সময় একরামুল হকের দুটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস দপ্তর জানালেও পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হবে বলে জানান।মন্তব্য