kalerkantho


পূবালী ব্যাংকের রেমিট্যন্স বিষয়ক কর্মশালা

বাকৃবি প্রতিনিধি   

১১ মার্চ, ২০১৭ ১৭:৪২পূবালী ব্যাংকের রেমিট্যন্স বিষয়ক কর্মশালা

পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের আয়োজনে এন্টি মানি লন্ডারিং, সিএফটি, আইসিসি, বৈদেশিক রেমিট্যান্স, নৈতিক ব্যাংকিং বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. শওকাতুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, মানি লন্ডারিং একটি গুরুতর অপরাধ। মানি লন্ডারিং মাধ্যমে অর্জিত কালো টাকা সরকারের পতন ঘটাতে পারে। এটি প্রতিরোধে তিনি ব্যাংকারদের সজাগ থাকার আহবান জানান। 

কর্মশালায় সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ব্যংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপক ও কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান নিতিশ কুমার রায়। সভাপতিত্ব করেন ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. রফিকুল ইসলাম। মন্তব্য