kalerkantho


জামালগঞ্জে চারদিন পর উদ্ধার হল জেলের লাশ

হাওরাঞ্চল প্রতিনিধি   

১১ মার্চ, ২০১৭ ১৬:৩৫জামালগঞ্জে চারদিন পর উদ্ধার হল জেলের লাশ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজাইরিয়া গ্রামের সামনে ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে শাজিল হকের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার চার দিন পর আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গজাইরিয়া গ্রামের সামনে ধনু নদীর মাঝামাঝি স্থানে তার লাশ ভেসে ওঠে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম জানান, উপজেলার গজাইরিয়া পশ্চিমপাড়া গ্রামের জবান আলীর ছেলে শাজিল হক দীর্ঘদিন ধরে বাড়ির সামনে ধনু নদীতে জাল দিয়ে মাছ ধরে সংসার চালিয়ে আসছিলেন। গত বুধবার দুপুরে শাজিল হক ওই নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে নদীতে ডুব দিয়ে আর ভেসে আসেননি। 

এর পর থেকেই পুলিশ ও তাঁর পরিবারের লোকজনসহ গ্রামবাসী নদীতে শাজিলের লাশটি পাওয়ার জন্য অনেক খোঁজাখোঁজি করে আসছিল। পরে আজ শনিবার সকালে গ্রামের লোকজন নদীর মাঝ খানে শাজিল হকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয় এবং দুপুরেই তার লাশ দাফন করা হয়। মন্তব্য