kalerkantho


ভোলায় মৎস্যজীবী নারী সম্মেলনে জাটকা না ধরার শপথ

ভোলা প্রতিনিধি    

১১ মার্চ, ২০১৭ ১৫:১৬ভোলায় মৎস্যজীবী নারী সম্মেলনে জাটকা না ধরার শপথ

'জাটকা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না' বলে শপথ নিয়েছেন উপকূলীয় জেলা ভোলার শত শত মৎস্যজীবী নারী-পুরুষ। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মৎস্যজীবী নারী সম্মেলনে জেলার শত শত নারী-পুরুষ জেলে এ শপথ নেন।

ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী নারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিনব্যপী এ মৎস্যজীবী নারী সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'আমরা নারী আমরাও পারি'। 'ইকোফিস' প্রকল্পের সার্বিক কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি'র অর্থায়নে পরিচালিত এবং ওয়ার্ল্ডফিস ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মমতাজ বেগম। ইকোফিস বাংলাদেশ প্রকল্পের টিম লিডার ড. মো. আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি'র অর্থনৈতিক প্রবৃদ্ধি বিভাগের উপপরিচালক নাথান সেইজ, ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন প্রমুখ।

 মন্তব্য