kalerkantho


ঝিনাইদহে দুর্নীতিবিরোধী সমাবেশ ও মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি   

১০ মার্চ, ২০১৭ ১৮:০৯ঝিনাইদহে দুর্নীতিবিরোধী সমাবেশ ও মানববন্ধন

'সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ' এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দুর্নীতিবিরোধী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে আজ শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে দুর্নীতিবিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে স্কুলের সামনের সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করে শিক্ষার্থীরা। 

সমাবেশে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু প্রমুখ।মন্তব্য