kalerkantho


শেরপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শেরপুর প্রতিনিধি   

১০ মার্চ, ২০১৭ ১৮:০১শেরপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দূর্যোগে প্রস্তুতি সারাক্ষণ, আনবে টিকসই উন্নয়ন’-এ শ্লোগানে শেরপুরে আজ শুক্রবার জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দমকল বিভাগ শেরপুরের উপ-সহকারী পরিচালক আবুল বাসারের নেতৃত্বে স্থানীয় জিকে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম নিয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপি’র সহায়তায় এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।মন্তব্য