kalerkantho


দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় আহত ১৩

ফেনী প্রতিনিধি   

১০ মার্চ, ২০১৭ ১৭:১৫দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় আহত ১৩

ফেনীর দাগনভূঞায় পিকনিকের বাস ও সিমেন্টবাহি ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ভোরে নেওয়াখালীর মাইজদি থেকে মোটর সাইকেল ওয়ার্কশপ মালিক সমিতির পিকনিকের একটি গাড়ি তুলাতলি পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি সিমেন্টবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকনিকের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ১৩ জন যাত্রী আহত হয়।
 

দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন জানান, দুর্ঘটনায় ১৩ জন বাসযাত্রী আহত হয়েছেন। পুলিশ বাস ও ট্রাক আটক করেছে। প্রসঙ্গত, পিকনিকের বাসটি ৬০ জন যাত্রী নিয়ে রাঙামাটি যাচ্ছিল।মন্তব্য