kalerkantho


ফরিদপুরে শিক্ষার্থীর দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১০ মার্চ, ২০১৭ ১৪:১৭ফরিদপুরে শিক্ষার্থীর দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ ও মানববন্ধন

দুর্নীতি মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী শপথ নিয়েছে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের  মুজিব সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধব কর্মসূচি  পালন করে।
আজ শুক্রবার সকালে ফরিদপুর জিলা স্কুল মাঠে শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী শপথ নেয়।
দুর্নীতি দমন কমিশন(দুদক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরাদুল হক শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।এ সময় অন্যদের মধ্যে দুদকের জেলা উপপরিচালক ফজলুল হক, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু প্রমুখ উপস্থিত ছিলেন।

 মন্তব্য