kalerkantho


চালকের ঘুম, ট্রাক উঠে গেল আইল্যান্ডে

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৭ ০৮:০৪চালকের ঘুম, ট্রাক উঠে গেল আইল্যান্ডে

ঘুমন্ত অবস্থায় চালানোর সময় পাট বোঝাই ট্রাক (কুষ্টিয়া- ট ১১-১০৯২) সড়কের আইল্যান্ডে উঠে গেছে। এতে আইল্যান্ডের একটি অংশ ভেঙে যায়।  আজ শুক্রবার  ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর শহরের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন, অল্প সময়ের জন্য ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়নি।  দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার না হওয়ায় রাস্তার ওপরে থাকায় সড়কের এক পাশ থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

দিনাজপুর ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ের গেট কিপার মো. রফিকুল ইসলাম জানান, ফুলবাড়ী উপজেলার দিক থেকে পাট বোঝাই ট্রাকটি ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়ার সময় চালক ঘুমিয়ে পড়লে এঘটনা ঘটেমন্তব্য