kalerkantho


রাবিতে চিকিৎসা সেবায় অত্যাধুনিক প্রযুক্তি

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৭ ০৩:৩৫রাবিতে চিকিৎসা সেবায় অত্যাধুনিক প্রযুক্তি

রাবি চিকিৎসা কেন্দ্রে অটো কিয়স্ক মেশিন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে যুক্ত করা হলো অটো কিয়স্ক মেশিন। এই যন্ত্রে নিজের স্মার্ট কার্ড পাঞ্চ করে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ইলেকট্রনিক রেকর্ডে সংযোজন করাসহ বিভিন্ন সেবা পাবেন রোগীরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন অটো কিয়স্ক মেশিন উদ্বোধন করেন। এ সময় ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ প্রমুখ।

এদিন দুপুর ১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের অটোমেশন কার্যক্রমের আওতায় রেজাল্ট প্রসেসিং সিস্টেম উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ডিজিটাল প্রযুক্তিতে দ্রুততার সঙ্গে পরীক্ষার ফল প্রণয়ন ও প্রকাশসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা যাবে। এছাড়া পরীক্ষার ফরম পূরণ, পরীক্ষায় হাজিরা, নম্বরপত্র, ট্রান্সক্রিপ্ট এবং সনদ প্রদানসহ অন্যান্য কাজও করা হবে এই কার্যক্রমের আওতায়।মন্তব্য