kalerkantho


কুমিল্লার বুড়িচংয়ে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

৯ মার্চ, ২০১৭ ২১:৩৯কুমিল্লার বুড়িচংয়ে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় গতকাল বুধবার রাত সোয়া ১১ টায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। 

পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজার এলাকায় একদল ডাকাত মহাসড়কে চলাচলরত গাড়ীতে ডাকাতির প্রস্তুতি চালাচ্ছে এমন খবরে কুমিল্লা ডিবি পুলিশের এসআই মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম, এসআই মোঃ সহিদুল ইসলাম পিপিএম, এসআই মোঃ নজরুল ইসলাম, এএসআই নন্দন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ রাত সোয়া ১১ টায় কাবিলা বাজারের মনশাসন রোডের মাথায় সিএনজি ষ্টেশনের সামনে পৌঁছালে পুলিশ সন্দেহভাজন একটি মাইক্রোবাস ও একটি ট্রাক দেখে। এ সময় পুলিশ গাড়ীর কাছে যাওয়া মাত্রই ১০/১২ জন ডাকাত মাইক্রোবাস ও ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ৮ ডাকাতকে আটক করে।

পুলিশ এ সময় আটককৃতদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল, চার টি চাপাতি, সাত টি রড, একটি টি মাইক্রোবাস ও একটি টি ট্রাক উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ গতকাল বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে। মন্তব্য