kalerkantho


ফেনীতে আনসার সদস্যে লাশ হস্তান্তর করেছে বিএসএফ

ফেনী প্রতিনিধি   

৯ মার্চ, ২০১৭ ২০:৩৭ফেনীতে আনসার সদস্যে লাশ হস্তান্তর করেছে বিএসএফ

ফেনীতে আনসার সদস্য নওশের আলীর লাশ বিজিবি কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ বৃহস্পতিবার বিকেলে ফুলাগাজীর বদরপুর গ্রামের খানা বাড়িতে ওই লাশ হস্তান্তর করা হয়। অপর আনসার সদস্য সুমনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করেছে বিএসএফ। লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ৪ রাইফেলস ব্যাটলিয়ানের মেজর মো: আশরাফ ও ভারতের ৮৬ ব্যাটলিয়ানের কোম্পানী কমেন্ডার সুনেন্দ্র কুমার। 

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ফেনীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাদক ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের ঘটনায় আনসার সদস্য নওশের আলী নিহত হন। একই ঘটনায় আনসার সদস্য সুমন নিখোঁজ হন। আজ বৃহস্পতিবার বিকেলে উভয় দেশের পতাকা বৈঠক শেষে বদরপুর এলাকার খানা বাড়ী এলাকায় লাশ হস্থান্তর করা হয়।

ফুলগাজী থানার পরিদর্শক এস এম মোর্শেদ জানান, আনসার সদস্য সুমনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ মন্তব্য