kalerkantho


নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি    

৯ মার্চ, ২০১৭ ১৬:৪১নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর এলাকায় পুকুরে  ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়ার রাধানগর এলাকার রজব আলী বিশ্বাসের চার বছরের শিশুপুত্র আরাফাত ও মিরাজুল বিশ্বাসের পাঁচ বছরের মেয়ে ফাবিয়া আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খাবার খেয়ে বাড়ির পাশে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের কোনও খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। একপর্যায়ে  প্রতিবেশী আমির ফকিরের পুকুরে ভাই-বোনের লাশ ভেসে ওঠে। তাদের লাশ উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।  

 মন্তব্য