kalerkantho


ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহের দুই বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

৯ মার্চ, ২০১৭ ১৫:৩৭ময়মনসিংহের দুই বেকারিকে জরিমানা

ময়মনসিংহ শহরে অবস্থিত রোম-থ্রি কনফেকশনারি ও ওমর বেকারি নামের দুই প্রতিষ্ঠানকে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে রোম-থ্রি কনফেকশনারিতে রাসায়নিক দ্রব্য, পচা ডিম ও নষ্ট খামির পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিয়া চৌধুরী এ অভিযানে নেতৃত্ব দেন। অপরদিকে, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য পাওয়ার অভিযোগে ওমর বেকারিকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক ইমন এ অভিযানে নেতৃত্ব দেন।

 মন্তব্য