kalerkantho


ময়মনসিংহে পোড়া হলো ১০৭ কেজি গাঁজা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি    

৮ মার্চ, ২০১৭ ২২:৫২ময়মনসিংহে পোড়া হলো ১০৭ কেজি গাঁজা

বিভিন্ন সময় উদ্ধার হওয়া ১০৭ কেজি গাঁজা পুড়িয়ে দিয়েছে ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ। আজ বুধবার বিকেলে দুজন বিচারিক হাকিমের উপস্থিতিতে গাঁজা পোড়ানো হয়।  

থানা কার্যালয়ের অঙিনায় গিয়ে দেখা যায়, গাঁজায় আগুন ধরিয়ে দেন বিচারিক হাকিম খালেদা ইয়াসমীন ও মো. হাফিজ আল আসাদ। এ সময় সেখানে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমানও উপস্থিত চিলেন। ওসি বলেন, গত ১০ জানুয়ারি উপজেলার মুশুলি ইউনিয়নের মুশুলি গ্রাম থেকে ৯৬ কেজি গাঁজাসহ একটি ব্যক্তিগত গাড়ি আটক করা হয়। কিন্তু এ ঘটনার হোতারা পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে গত ১৩ ফেব্রুয়ারি নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইল হাইওয়ে থানার পুলিশ ১১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে। মন্তব্য