kalerkantho


গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি'র সাংবাদিক সমিতির নতুন কমিটি

গোপালগঞ্জ প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৭ ২১:৫৩গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি'র সাংবাদিক সমিতির নতুন কমিটি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এ নতুন কমিটি অনুমোদন করেন। 

এ সময় যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, কালের কণ্ঠের প্রসূন মণ্ডল, বাংলানিউজের টুয়েন্টি ফোরের একরামুল কবীর ও স্টার টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. রেজোয়ান হোসেন, গাজী টিভির সৈয়দ মুরাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বশেমুরবিপ্রবিসাস এর নতুন কমিটির সভাপতি মো. নাসিমুল ইসলাম (ক্যাম্পাস টাইমস), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (স্টার টিভি), সহ-সভাপতি বি এম মারিয়া আলম (এডুকেশন ২৪), ফয়সাল হাবিব সানি (বিডি টুডে ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা শারমিন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সালমান রহমানসহ ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।  

এরপর বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন সাংবাদিক সমিতিকে দুইটি কম্পিউটার উপহার দেন। পরে নবগঠিত কমিটি টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।মন্তব্য