kalerkantho


শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি

মঠবাড়িয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মিছিল

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

৮ মার্চ, ২০১৭ ১৮:০০মঠবাড়িয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মিছিল

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তকরণের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) উদ্যোগে আজ বুধবার সকালে একটি মিছিল বের করে।

মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা। সমাবেশে  বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) মঠবাড়িয়া শাখার সভাপতি এম এ কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল লতীফ শিকদার, শিক্ষক নেতা রুহুল আমীন, এম এ ওহাব প্রমুখ।

 মন্তব্য