kalerkantho


ইবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৭ ১৭:১৭ইবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোরে সকাল দশটা থেকে এ অনুষ্ঠান শুরু হয়। এতে আগামী সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

সমিতির সহ-সাধারণ সম্পাদক ইমরান শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. রুহুল কুদ্দুস মো. সালেহ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. শাহাবুল আলম। এতে সভাপত্বি করেন সমিতির সাবেক সভাপতি আবু জাফর। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। পরে নবীণদের ফুল দিয়ে বরণ ও প্রবীনদের বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত সকলকে সমিতির পক্ষ থেকে একটি করে টি-শার্ট দেয়া হয়। পরে আগামী বছরের জন্য কমিটি গঠন করে দেন শিক্ষকরা। সবশেষে দুপুরের ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

জেলার শিক্ষকদের উপদেষ্টা রেখে নব গঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি শাহ্ মোঃ তুষার, সহ-সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মো. জহুরল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমরান শুভ্র, ও অর্থ সম্পাদক মোঃ মামুন। আগামী কয়েকদিনের মধ্যে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।মন্তব্য