kalerkantho


ইবিতে ফাঁসে জড়িতদের বিরুদ্ধে মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৭ ১৬:৫৬ইবিতে ফাঁসে জড়িতদের বিরুদ্ধে মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। 

তিনি বলেন, আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -০৩।

রেজিস্ট্রার অফিস ও ইবি থানা সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এফ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষার্থী মনোজিৎ মণ্ডল ও স্থানীয় পল্লী চিকিৎসক মিজানুর রহমান লাল্টুর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাদি হয়ে এ মামরা দায়ের করেন। মামলা নং-০৩। পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ ধারায় এ মামলা করা হয়েছে।মন্তব্য