kalerkantho


বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকের পিএইচডি ডিগ্রি লাভ

গোপালগঞ্জ প্রতিনিধি    

৮ মার্চ, ২০১৭ ১১:৪৫বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকের পিএইচডি ডিগ্রি লাভ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাজিউর রহমান পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিল 'ট্রেন্ডস অব সাইবার ক্রাইমস ইন বাংলাদেশ : লিগ্যাল অ্যান্ড এথিক্যাল'।

গত ৬ মার্চ অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৩৩ নম্বর সিন্ডিকেটে তিনি এ ডিগ্রি  লাভ করেন। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মণ্ডল। সভাপতি ছিলেন প্রফেসর ড. এম বদরুদ্দিন ও বিশেষজ্ঞ ছিলেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড.  মানিক চক্রবর্তী।

অধ্যাপক রাজিউর রহমান সৈয়দা ফাতেমা ও খোন্দকার মো. হামিদুর রহমানের একমাত্র ছেলে। ইতিপূর্বে তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর কোর্স সম্পন্ন করেন। দেশ-বিদেশের জার্নালে তাঁর একাধিক প্রকাশনা রয়েছে। ভবিষ্যতে  বাংলাদেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে চান তিনি।

 মন্তব্য