kalerkantho


কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

নিজস্ব প্রতিবেদক    

৮ মার্চ, ২০১৭ ০৮:২৯কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মোস্তফা (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গোয়েন্দা পুলিশের দাবি, নিহত মোস্তফা ডাকাতদলের সদস্য।

পুলিশ জানায়, ডাকাতদলের সঙ্গে গোলাগুলিতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আলম মামুন ও পুলিশ কনস্টেবল দয়াল কান্তি আহত হয়েছেন। গতরাত ১২টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ রেল গেইটের অদূরে রাস্তায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মুঠোফোনে জেলা গোয়েন্দা শাখার এসআই শাহ কামাল আকন্দ জানান, ওই সড়কে দীর্ঘদিন ধরে রাস্তায় রশি ফেলে ডাকাতি করে আসছিল একটি সংঘবদ্ধ ডাকাতদল। গত ২১ মার্চ রাতে ওই স্থানে ডাকাতদলের ছুরিকাঘাতে নিহত হন জেলার দেবিদ্বারের জুয়েলির ব্যবসায়ী আবুল কালাম আজাদ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ডাকাত মঙ্গলবার বিকেলে তাদের সহযোগীদের নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাতে ডাকাতদলের অন্য সদস্যদের ধরতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আলম মামুনের নেতৃত্বে গোয়েন্দা  পুলিশের একটি দল এবং বুড়িচং থানা পুলিশ লড়িবাগ রেল রাস্তার পাশের সড়কে পৌঁছালে ডাকাতদল রাস্তায় রশি ফেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মোস্তফা নামের এক ডাকাত মারাত্মক আহত হন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ডাকাতদলের গুলিতে আহত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আলম মামুন ও পুলিশ কনস্টেবল দয়াল কান্তিকে জেলা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মন্তব্য