kalerkantho


ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৭ মার্চ, ২০১৭ ২০:৫২ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় কাউন্টারের দরজা ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের পরিচালক মীর মো. শাহীন জানান, প্রতিদিনই তিতাস কমিউটার ট্রেনের অগ্রীম দেয়া হয়। আজ টিকিট দেয়া শুরু হলে ইমন নামে এক যুবক লাইনে না দাঁড়িয়ে টিকিট নিতে চায়। সে এক পর্যায়ে কাউন্টারের ভেতর প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে রাগান্বিত কণ্ঠে আমাকে খুঁজতে থাকে। আমি না থাকায় মোবাইল ফোনে কল দিয়ে আমার কাছে টিকিট চায়। আমি তখন কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিকে ফোন দিতে বলি। এ সময় দায়িত্বরত ব্যক্তি আমাকে জানায়, ইমন এসেই টিকিট চেয়ে খারাপ ব্যবহার শুরু করে। এ কথা বলার এক পর্যায়ে ইমনের নেতৃত্বে একদল যুবক কাউন্টারে হামলা করে দরজা ভেঙ্গে ফেলে।মন্তব্য