kalerkantho


নিজের বাসায় চবি শিক্ষকের ঝুলন্ত মরদেহ

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৭ ১৮:০৮নিজের বাসায় চবি শিক্ষকের ঝুলন্ত মরদেহ

নিজের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিং সোসাইটির বাসায় ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মোকাদ্দেছ।

পুলিশ কর্মকর্তা মোকাদ্দেছ বলেন, ময়নাতদন্ত শেষে জানা যাবে কী কারণে তিনি মারা গেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক আজাদ (৭০) বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। তিনি স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে ওই বাসায় থাকতেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

 মন্তব্য