kalerkantho


৭ মার্চ উপলক্ষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৭ মার্চ, ২০১৭ ১৮:০২৭ মার্চ উপলক্ষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ফরিদপুর শহরতলির ফরিদাবাদ এলাকার নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর ভাষণ দেখা ও পড়ার পর লিখিত অনুভূতি ব্যক্ত করার এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে ওই বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির একশ শিক্ষার্থীকে পাঁচ বিভাগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের কপি পড়তে দেওয়া হয়। পরে ভাষণের ভিডিও দেখানো হয়। এর পর শিক্ষার্থীদের কাছ থেকে তাদের লিখিত অনুভূতি জানতে চাওয়া হয়। এ সময় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ম. হালিম, প্রধান শিক্ষক পারভীন আক্তার চায়না, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ ব্যাপারে অনুষ্ঠানের অন্যতম আয়োজক অধ্যাপক আলতাফ হোসেন জানান, ওই বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এ ব্যতিক্রমী অনুষ্ঠান সফল ভাবে শেষ হয়েছে। শিগগিরই শিক্ষার্থীদের লিখিত অনুভূতি যাচাই-বাছাই করে পাঁচ বিভাগের প্রথম তিনজনসহ মোট ১৫ জনকে পুরস্কার দেওয়া হবে।মন্তব্য