kalerkantho


অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার, আটক ২

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৭ ১০:৫৯অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার, আটক ২

রাজধানীর দক্ষিণ আগারগাঁও থেকে অপহৃত তিন বছরের শিশু সাকিবকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকেও আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. আব্দুল মালেক (৪০) ও বিউটি বেগম (৩৫)।

আজ সোমবার রাত ২টার দিকে মানিকগঞ্জ সদর থেকে তাদের আটক করে র‌্যাব ২ এর সদস্যরা। পরে র‌্যাবের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়। শনিবার শিশুটিকে অপহরণ করা হয়। শিশুটির বাবার নাম আব্দুস সালাম।

 মন্তব্য