kalerkantho


ফরিদপুরে শিক্ষানবিশ মেডিক্যাল চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

৬ মার্চ, ২০১৭ ২২:০৮ফরিদপুরে শিক্ষানবিশ মেডিক্যাল চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন

নিরাপদ কর্মস্থলের দাবিতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন শুরু হয়। পরে দুপুর দুইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত হাসপাতাল চত্বরে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. মাহমুদুল ইসলাম খান সোহাগ বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার শিক্ষানবিশ চিকিৎসকের সাজা প্রত্যাহার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

তিনি আরও বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০৫ জন শিক্ষানবিশ চিকিৎসক রয়েছে। নিরাপদ পরিবেশে আমরা ভালভাবে কাজ করতে চাই। আমরা সঠিকভাবে রোগীদের সেবা দিতে চাই। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের আহবায়ক ডা. মাসুদুর রহমান, ডা. সৈয়দা সোনিয়া প্রমুখ।মন্তব্য