kalerkantho


ফেনীতে সড়ক দুর্ঘটনায় পৌর কর্মচারী নিহত

ফেনী প্রতিনিধি   

৬ মার্চ, ২০১৭ ১৬:০৮ফেনীতে সড়ক দুর্ঘটনায় পৌর কর্মচারী নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় পৌর কর্মচারী তাজুল ইসলাম (৪৪) নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো তিনজন। আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক শিল্পনগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আবদুল হাই। তিনি ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের জগইরগাঁও গ্রামের অধিবাসী ও দাগনভূঞা পৌরসভার পরিছন্নতাকর্মী।

জানা গেছে, আজ সোমবার দুপুরে দেবীপুর থেকে ফেনীতে আসার পথে একটি দ্রুতগামী বাস আব্দুল হাইকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিন যাত্রী আহত হন। তাদের ফেনী সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তর জন্য নিহতের লাশটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে ফেনীর হাইওয়ে থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, পাঁচগাছিয়া বাজার রোডে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন।

 মন্তব্য