kalerkantho


জাতীয় পাট দিবস উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা

জামালপুর প্রতিনিধি    

৬ মার্চ, ২০১৭ ১৫:৫৮জাতীয় পাট দিবস উপলক্ষে জামালপুরে শোভাযাত্রা

'সোনালী আঁশের সোনার দেশ- পাটপণ্যের বাংলাদেশ'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের চাপাতলা ঘাট থেকে শুরু হয়ে জামালপুর শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.  শাহাবুদ্দিন খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান হবি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ, জেলা পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইকরামুল হক নবীন, পাটপণ্যের ব্যবসায়ী জয়ন্তি কৈরি প্রমুখ।

জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতি আয়োজিত সভায় জেলার বিভিন্ন এলাকার পাট ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার প্রতিনিধিসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।মন্তব্য