kalerkantho


ফরিদপুরে জাতীয় পাট দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

৬ মার্চ, ২০১৭ ১২:৪৭ফরিদপুরে জাতীয় পাট দিবস পালিত

'সোনালী আঁশের সোনার দেশ, পাটপণ্যের বাংলাদেশ'- এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের কবি জসীম উদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে পাট অধিদপ্তরের ফরিদপুরের সহকারী পরিচালক আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো. এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, "সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে সবাইকে পাটজাত পণ্য ব্যবহার বাড়াতে হবে।" মন্তব্য