kalerkantho


কলাপাড়ায় ভূ‌মি অধিগ্রহ‌ণের প্রতিবা‌দে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি    

৫ মার্চ, ২০১৭ ১৮:৩৭কলাপাড়ায় ভূ‌মি অধিগ্রহ‌ণের প্রতিবা‌দে মানববন্ধন

ভূ‌মি অধিগ্রহ‌ণের প্রতিবা‌দে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইটবা‌ড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হ‌য়ে‌ছে। আজ র‌বিবার বিকেল সা‌ড়ে তিনটায় ইটবা‌ড়িয়ার শহীদ নজরুল ইসলাম সেতু চত্বর এলাকায় এ ম‌ানববন্ধ‌ন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক না‌রী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধ‌নে বক্তব্য রা‌খেন সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান অধ্যাপক মোস্তা‌ফিজুর রহমান, সা‌বেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, খেপুপাড়া সংস‌দের সা‌বেক কমান্ডার হা‌বিবুল্লাহ রানা, বি‌শিষ্ট ব্যবসা‌য়ী নুরুল হক মু‌ন্সি, মো: ইউসুফ আলী, ‌‌টিয়াখালী ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ম‌শিউর রহমার শিমু, মো : নুরুজ্জামান জামাল আকন, অ্যাড‌ভো‌কেট না‌সির খন্দকার, কলাপাড়া পৌর সভার কাউ‌ন্সিলর ম‌তিয়ার রহমান।মন্তব্য