kalerkantho


তানোরে ইভটিজিংয়ের দায়ে কলেজছাত্রর কারাদণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৭ ১৬:১৮তানোরে ইভটিজিংয়ের দায়ে কলেজছাত্রর কারাদণ্ড

রাজশাহীর তানোরে ইভটিজিংয়ের অভিযোগে এক কলেজছাত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমীন অভিযুক্তকে তিন মাসের কারাদণ্ড দেন। দণ্ডিত ওমর ফারুক (৩০) উপজেলার পাঁচন্দর ইউপির চককাজিজিয়া গ্রামের আব্দুস সালামের পুত্র।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে কুন্দাইন গ্রামের এক ব্যক্তির মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজন চককাজিজিয়া গ্রামের আব্দুস সালামের পুত্র ওমর ফারুককে হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমীনের কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে তানোর থানার ওসি মীর্জা আব্দুস সালাম জানান, সাজাপ্রাপ্তকে আজ রবিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 মন্তব্য