kalerkantho


চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৭ ১০:১৮চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন মোহাম্মদ রিয়ন (১৫) নামে একজন।  

আলমডাঙ্গা থানার এসআই মিজানুর রহমান জানান, আজ সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত ভটভটি। বাস ও ভটভটি মুখোমুখি সংঘর্ষে ভটভটির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর এক যাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান।

এ সময় মোহাম্মদ রিয়ন নামে আরও এক যাত্রী আহত হন। তার বাড়ি আলমডাঙ্গার পারদূর্গাপুর গ্রামে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।মন্তব্য