kalerkantho


শেরপুরে হাজী সমাবেশ

শেরপুর প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৭ ১৮:১৩শেরপুরে হাজী সমাবেশ

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বারঘরিয়া গ্রামে আজ শনিবার দুপুরে এক হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি এ সমাবেশের আয়োজন করেন। জেলার প্রায় আড়াই হাজার হাজি ছাড়াও এ সমাবেশে স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১০ হাজার অতিথি অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুইপ উপস্থিত হাজিদের উদ্দেশ্যে জনপ্রতিনিধি হিসেবে তার ১৮ বছরের কর্মকাণ্ডের ব্যাখ্যা দেন এবং সকলের কাছে দোয়া চান। এসময় তার সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজদুল হক মিনু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বাদশা, নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম ওয়ারেজ নাইম, শ্রীবরদী  উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে উপস্থিত হাজিদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়।মন্তব্য