kalerkantho


বাগাতিপাড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৭ ১৭:৩৩বাগাতিপাড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া মডেল থানা গত বৃহস্পতিবার থেকে এ মতবিনিময়ের আয়োজন করছে।

আজ শনিবার দুপুরে তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে  অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক মঞ্জুরুল আলম মাসুমের সঞ্চালনায় সভায় মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এসআই অপু ঘোষ। এ ছাড়া একই দিনে এসআই লেবু মিয়া একডালা উচ্চ বিদ্যালয়ে ও এসআই রোস্তম আলী চকগোয়াশ-বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ে এ সভা করেন। পর্যায়ক্রমে উপজেলার সব  শিক্ষাপ্রতিষ্ঠানে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে বলে থানা সূত্রে জানা গেছে।

 মন্তব্য