kalerkantho


মুকসুদপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি    

৪ মার্চ, ২০১৭ ১৭:০৬মুকসুদপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক প্রকৌশলীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ওসি মো. অজিজুর রহমান জানান, রেললাইন সম্প্রসারণ কাজে নিয়োজিত মাক্স গ্রুপের একটি পিকআপ ওই স্থানে পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ও ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ম্যাক্স গ্রুপের প্রকৌশলী ইসমাইল মীর ও চালক মামুন বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পিকআপে থাকা অপর তিনজন আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 মন্তব্য