kalerkantho


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ দিনমজুর নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৭ ১১:২৪ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ দিনমজুর নিহত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সংঘর্ষে দুই দিনমজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনায় মাহেন্দ্রচালকসহ আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মো. হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ (৩০)। তারা ফরিদপুরের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন।

কানাইপুর হাইওয়ে পুলিশের এসআই মো. নিজামুল ইসলাম জানান, ফরিদপুর থেকে কামারখালীগামী একটি লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি শ্রমিকবাহী মাহেন্দ্রকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত এবং আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

 মন্তব্য